পটুয়াখালীতে টিকা নিতে গিয়ে হামলার শিকার কিশোর

দেশ জনপদ ডেস্ক | ১৯:০০, জানুয়ারি ৩০ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর দশমিনায় করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে মো. আবু সুফিয়ান (১৬) নামে এক কিশোর বখাটেদের হামলার শিকার হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দশমিনা হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই কিশোর দশমিনা হাসপাতালেই চিকিৎসাধীন। আবু সুফিয়ানের অভিযোগ, উপজেলার সদর ইউনিয়নের নিজাবাদ-গোপালদী গ্রামের মজিবুর রহমানের ছেলে সুফিয়ান ঘটনার দিন সকালে দশমিনা হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে তার সিরিয়ালের অপেক্ষা করছিলেন। এ সময় তাদের গ্রামের বাবুল মোল্লার ছেলে অটোচালক মো. রনি মোল্লা দলবল নিয়ে সুফিয়ানকে করোনার টিকার লাইন থেকে ডেকে হাসপাতালের তৃতীয় তলায় নিয়ে গিয়ে বেদম মারধর করে মাথা ফাটিয়ে তাকে ফেলে চলে যান। মারধরের সময় তাকে ছাদ থেকেও ফেলার চেষ্টাও করা হয়েছিল বলে সুফিয়ানের অভিযোগ। পরে স্থানীয়রা তাকে দশমিনা হাসপাতালে ভর্তি করেন। অভিযোগের বিষয় মো. রনি মোল্লা জানান, আমি মারধরের কাছে ছিলাম। কিন্তু আমি মারিনি। দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ বিষয় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।