ভোলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৯, জানুয়ারি ৩০ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  ‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ভোলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ ভোলা কার্যালয় প্রাঙ্গনে এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। র‌্যালি শেষে হীড বাংলাদেশ-এর ভোলা এরিয়া ব্যবস্থাপক রতন কুমার অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক আদিল হোসেন তপু। এছাড়া উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এর মনিটরিং কর্মকর্তা অসিত কুন্দা, হিসাব রক্ষক জাহাঙ্গিল আলম প্রমুখ। পরে কুষ্ঠরোগ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের মাঝে হীড বাংলাদেশ এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।