পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সুপারি পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সালাম খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত সালাম খান (৫৫) নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের রাজা খানের ছেলে। রবিবার দুপুরের দিকে সালামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিজের বাড়ির পিছনে থাকা সুপারি গাছে সুপারি পাড়তে উঠেন সালাম। এ সময় গাছের পাশে থাকা বিদ্যুতের তারে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। পরিবারের কারো কোন আপত্তি থাকলে ময়নাতদন্ত করা হবে।