পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি ৬ জেলা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৭, জানুয়ারি ০৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের এক বাসচালককে ঝালকাঠির চালকরা পেটানোয় ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পাঁচ জেলায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় পিরোজপুর বাস মালিক সমিতি। জেলাগুলো হলো খুলনা, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী। পিরোজপুর থেকে পাঁচ জেলায় বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের। সংকটাপন্ন রোগীর স্বজনরা দিন কাটাচ্ছেন আতঙ্কে। অন্য বাহনে বাড়তি টাকায় প্রয়োজন মেটাচ্ছেন অনেকে। পিরোজপুরের এক বাসচালককে ঝালকাঠির চালকরা পেটানোয় ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পাঁচ জেলায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় পিরোজপুর বাস মালিক সমিতি। জেলাগুলো হলো খুলনা, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী। পিরোজপুরের নাঈম হোসেন বলেন, ‘বরিশাল যাওয়া জরুরি। ধর্মঘটে যেতে পারছি না। বাসের ভাড়া ১৩০ টাকা। কিন্তু এখন ভেঙে ভেঙে যেতে অনেক বেশি টাকা লাগবে। সময়ও অপচয় হবে অনেক।’ মনিরা প্রিয়া নামে এক যাত্রী বলেন, ‘সপ্তাহে দুদিন পিরোজপুর থেকে বরিশাল আসা-যাওয়া করি। দুদিন আগে এসে জানতে পারি ধর্মঘট। তখন ফিরে যাই। আজও শুনি বাস চলবে না। একটা মেয়ের পক্ষে ভেঙে ভেঙে যাত্রা মুশকিল।’ আবু বক্কর নামে একজন বলেন, ‘ধর্মঘট চলছে জানতাম না। আমার বাড়ি গ্রামে। বরিশালে কাজ আছে। শহরে এসে শুনি বাস বন্ধ। এখন বাড়তি টাকায় বাইকে করে রওনা হচ্ছি।’ ঝালকা‌ঠি বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখ বলেন, ‘বাসচালককে মারধরের ঘটনায় পিরোজপুর শ্রমিক ইউনিয়ন খুলনা, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালীর সঙ্গে বাস চলাচল বন্ধ রেখেছে। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি বাসচালক, সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের আয়ের পথ বন্ধ হয়ে আছে। এ নিয়ে ঝালকাঠি মালিক সমিতি ১০ জানুয়ারি বৈঠকে বসবে।’ অভিযোগ আছে, গত ৪ জানুয়ারি ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের বাস ড্রাইভার অরবিন্দ কুমার দাসকে আটকে মারধর করা হয়। ছিনিয়ে নেয়া হয় তার সঙ্গে থাকা ৩৯ হাজার টাকা। প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে পাঁচ জেলায় বাস চালানো বন্ধ করে দেয় পিরোজপুর বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।