বরিশালসহ ৮ বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৯, জানুয়ারি ০৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট (১৫ তলা) সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৮ বিভাগীয় শহরে ১৫ তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় ৯৯ কোটি টাকা ব্যয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্মিত হচ্ছে সমন্বিত ক্যানসার, কিডনী ও হৃদরোগ ইউনিট। এ উপলক্ষ্যে সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল-২ আসনের এমপি মো. শাহেআলম, বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ, বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রত্না আমীন, সংরক্ষিত এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বিএমপি’র অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বান্দ রোডের পাশে শের-ই বাংলা মেডিকেলের সামনে ১৫ তলা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা। ১৭ তলার ভিত্তি সহ ১৫ তলা হাসপাতাল ভবনে দুটি বেইজমেন্ট থাকবে। এর মধ্যে ৬ তলা পর্যন্ত থাকবে ক্যান্সার হাসপাতালের জন্য এবং বাকি তলাগুলো কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিটসহ আরো বেশ কয়েকটি বিভাগের জন্য নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের ৫ আগস্ট নির্মাণকাজের চুক্তি হয়। পরবর্তী ২৪ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একনেকের সভায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র প্রকল্প পাশ হয়।