লাশ দাফনে পৌর মেয়রের বাধা, প্রতিরোধ গড়লো নারীরা
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কবরস্থানে লাশ দাফনে বাধা দেয়ার অবিযোগ উঠেছে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার বিরুদ্ধে। সড়ক নির্মাণের অজুহাতে খোড়া কবর ভরাট করে ফেলা হয়। পরে স্থানীয় অর্ধশতাধিক নারী কবর খুড়ে লাশ দাফন করেন।
স্থানীয়রা জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর ছিদ্দিকুর রহমানের স্ত্রী আয়শা বেগম শাহনাজ গত শনিবার রাত ১২টার দিকে মারা যায়। রবিবার সকাল ১০টার দিকে তার জানাজা নামাজ শেষে এলাকাবাসী ওই নারীর লাশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কবরস্থানে দাফন করতে যায়। খবর পেয়ে সেখানে গিয়ে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ওই জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করার কথা বলে সেখানে লাশ দাফনে বাধা দেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। তিনি কবর খোঁড়ার কাজে নিয়োজিত লোকজন দিয়ে ফের খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করান। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে মেয়র লোকমান পিছু হটতে বাধ্য হন। পরে স্থানীয় অর্ধশতাধিক নারী কবরস্থানে ঢুকে পুনরায় কবর খুঁড়ে সেখানে লাশ দাফন করেন।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন জানান, বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কবরস্থানে বহু মানুষ দাফন করা হয়েছে। গত দুই মাস আগে থেকে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া কবরস্থানের মধ্য দিয়ে পার্শ্ববর্তী শ্মশানে যাতায়াতের জন্য একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। এলাকাবাসীর ক্ষোভ ও প্রতিরোধে ওই সময় ব্রিজ নির্মাণের উদ্যোগ থেমে যায়। ওই কবরস্থানের জমির মালিক স্থানীয় বিপ্লব লাহাড়ী। তার অনুমতি নিয়েই এলাকাবাসী রবিবার সকালে ওই কবরস্থানে মৃত শাহনাজের লাশ দাফনের জন্য কবর খুঁড়লে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বাধা দিয়ে খোঁড়া কবর ভরাট করান। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে পুনরায় কবর খুঁড়ে তার লাশ দাফন করা হয়।
এ বিষয়ে মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, পথের মধ্যে দাফনের চেষ্টা চলছিল। চলাচলের পথ আটকে দাফন করতে তাদের নিষেধ করা হয়। লাশ দাফনে বাধা দেয়ার কোন ঘটনা ঘটেনি।