পুকুরের পানি সেচে হাতকড়া উদ্ধার, পলাতক আসামি গ্রেফতার

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মাসুদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। হাতকড়াসহ পালানোর ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। পালানোর পর হাতকড়া খুলে বাড়ির পুকুরে ফেলে দেয়। এরপর সেই পুকুরের পানি সেচে হাতকড়া উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার হয় মাসুদ খান। তাকে আহত অবস্থায় ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মাসুদ হাতকড়াসহ পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম মাহমুদ ফকির বাদী হয়ে মামলা করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম জানান, গ্রেফতার করা আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে