নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল কোতোয়ালি মডেল থানায় যোগদান করার পর থেকেই একেরপর এক মাদক উদ্ধার ও বিভিন্ন অপরাধ দমনে কার্যকরী ভূমিকায় দেখা গেছে সাব ইন্সপেক্টর মেহেদি হাসানকে। তার এই সাহসী কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেছেন বিএমপি।
৬ জানুয়ারি বরিশাল মেট্টোপলিটন পুলিশ দক্ষিন বিভাগ কর্তৃক আয়োজিত ডিসেম্বর ২০২১ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কোতয়ালী মডেল থানার এস আই মোঃ মেহেদী হাসান-২ কে দক্ষিন বিভাগের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করে।
এসময় এস আই মেহেদী হাসানকে স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট তুলে দেন দক্ষিন বিভাগের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভুঁইয়া । এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিন বিভাগের অতিঃ উপ পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার রাখী সুলতানা, ওসি কোতয়ালী আজিমুল করিম, ইন্সপেক্টর তদন্ত মোঃ লোকমান হোসেনসহ অন্যান্যরা