শামীমা নার্গিসের তৎপরতায় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই

দেশ জনপদ ডেস্ক | ২১:৩৩, জানুয়ারি ০১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বছরের প্রথম দিনেই নতুন বই হতে পেয়ে আনন্দে মেতে ছিল বরিশাল বাবুগঞ্জ উপজেলার মুশুরিয়া সরকারী প্রাথমীক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা নার্গিস এর অক্লান্ত প্রচেষ্টায় গত কয়েক বছর যাবত বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে নজর কেড়েছে সাবার। বেড়েছে শিক্ষার্থীদের সংখ্যা। অতিতের তুলনায় পরিক্ষায় পাশের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আস্তা ফিরেছে অভিবাবকদের। এক সময়ে এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে ধরে আনতে হতো তবে বর্তমানে শামিমা নার্গিস প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পরে পাল্টে গেছে সে চিত্র। বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, বিভিন্ন প্রতিযোগীতা মুলক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহন করানোসহ প্রতিটি ধাপেই রয়েছে এই প্রধান শিক্ষকের সমান বিচরন। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শাহনেওয়াজ সিদ্দিক বলেন, আমাদের বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শামিমা নর্গিস একজন অত্যান্ত দায়িত্ববান মানুষ। তিনি বিদ্যালয়ে আসার পরে বিদ্যালয়ের অনেক উন্নতি হয়েছে। একই কথা বলেন, সহ সভাপতি, আবুল কালাম মুন্সী।