সুরভী ফিলিং ষ্টেশনে আগুন নেভানোর উপরে প্রশিক্ষন দেয় বরিশাল ফায়ার সার্ভিস

দেশ জনপদ ডেস্ক | ২০:০১, ডিসেম্বর ২৮ ২০২১ মিনিট

এইচ এম সোহেল ॥ আগুনের হাত থেকে বাচতে করনীয় নিয়ে প্রতি বছর বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর আয়োজনে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রশিক্ষন কর্মশালা। এরই ধারাবাহিকতায় গতকাল নগরীর স্বানাম ধন্য জ্বালানী তৈল সরবারহ ও বিক্রয়কারী প্রতিষ্ঠান সুরভী ফিলিং স্টেশনের আমন্ত্রনে আগুন থেকে বাচার বিভিন্ন কৌশল প্রশিক্ষন দেয় বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এসময়ে সুরভী ফিলিং ষ্টেশনের সকল কর্মচারীদের হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়। আগুন লাগলে কিভাবে তা প্রাথমীক ভাবে নিয়ন্ত্রন করা যায় এবং আহতদের কি ভাবে উদ্ধার করা ও প্রাথমীক চিকিৎসা দেয়া হয় সে বিষয়ে ধারনা ও প্রশিক্ষন দেয়া হয়। এসময়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। তিনি বলেন, বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানে ফায়ার ইকুপমেন্ট থাকলেও তা সঠিক নিয়মে পরিচালনা করার দক্ষতা অনেকেরই নেই। ফলে অল্প আগুন থেকেই ঘটে যায় ভয়াভহ দূর্ঘটনা। এসময়ে তিনি সুরভী ফিলিং ষ্টেশনের মালিককে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের উচিৎ নিজ উদ্দ্যোগে প্রশিক্ষনের ব্যাবস্থা করা। সে ক্ষেত্রে আমাদের পক্ষথেকে সকল ধরনের সহযোগী থাকবে।