নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান এ আগুনের ঘটনায় লাফিয়ে পড়া মানুষের সন্ধানে ৩য় দিনের মত উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা।
রবিবার সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোন লাশ উদ্ধারের খবর পাওয়া যায়নি। নিখোঁজদের স্বজনদের দাবি কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নদীতে লাফিয়ে এখনও নিখোঁজ রয়েছেন। তবে পুলিশের কন্ট্রোল রুমের তথ্যমতে ৪১ জন এবং রেড ক্রিসেন্টের তথ্যমতে এখনও ৫১ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে স্বজনরাও কেউ আবার ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। কারো হাতে নিখোঁজদের ছবি। তা নিয়ে নদী তীরের বাসিন্দাদের দেখাচ্ছেন, আর বিলাপ করছেন। কেউ আবার নদী তীরের মিনিপার্ক, ডিসিপার্ক, লঞ্চঘাট এবং ঘটনাস্থল দিয়াকুল এলাকায় ঘুরছেন। অন্তত নিখোঁজ স্বজনদের মৃতদেহ যেন বাড়ি নিয়ে যেতে পারেন, সেই অপেক্ষায় আছেন স্বজনরা।