নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে যথাযথ ভাবগাম্ভির্য্য এবং উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছে খ্রিস্ট সম্প্রদায়। এ উপলক্ষে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় বরিশাল নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চ ক্যাথড্রিল ধর্মপল্লীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় নগরীর বিভিন্ন স্থান থেকে খ্রিস্ট ভক্তরা সেখানে ভিড় করেন এবং প্রার্থনায় সামিল হন।
খ্রিস্ট ভক্তরা বলেন, প্রতি বছরের মতো এবারও এসেছে তাদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। কিন্তু করোনা মহামারির কারনে তারা স্বাস্থ্যবিধি মেনে এই উৎসব পালন করছেন। করছেন প্রার্থনা। তারা মহামারী মুক্ত বিশ্ব কামনা করেন।
ভক্তরা বলেন, সব ধর্মেই মানবতা, প্রেম, সহমর্মিতা ও অহিংসতা শেখায়। তারা অতীতের পাপ মোচনের জন্য যীশুর কাছে প্রার্থীনা করেন। যীশু খ্রীস্টের জন্মদিনে প্রার্থনা করে তারা আগামী একটি বছর ভালোভাবে চলার অনুপ্রেরনা পান। বরিশালে ক্যাথলিক, অক্সফোর্ড এবং ব্যাপ্টিস্ট গোত্রের খ্রিস্টান রয়েছে।