ঘোষণা ছাড়াই শেষ যুবলীগের কাউন্সিল, শীর্ষ ২ পদে ১৯ জনের নাম

দেশ জনপদ ডেস্ক | ২০:১২, ডিসেম্বর ২২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ঘোষণা ছাড়াই নাম প্রস্তাবের মধ্য দিয়ে শেষ হয়েছে বরগুনা যুবলীগের জেলা কমিটির কাউন্সিল অধিবেশন। মঙ্গলবার রাত ৯টায় শেষ হয় কাউন্সিল। অধিবেশনে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে মোট ১৩ জনের নাম প্রস্তাব করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টায় বরগুনা টাউন হল মাঠে সম্মেলন শেষ হলে ঘোষণা আসে সন্ধ্যা ৬টায় বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হবে। সন্ধ্যা ৭টায় অধিবেশনে যোগ দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা। অধিবেশনের শুরুতে জেলা যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন চেয়ারম্যান। কাউন্সিল অধিবেশন শুরু করেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের বিদায়ী সভাপতি ও পৌর মেয়র কামরুল আহসান মহারাজ ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। কাউন্সিল অধিবেশনে যুবলীগের দায়িত্বশীল পদে থাকা একাধিক নেতা জানান, প্রথমে সভাপতি পদের জন্য নাম প্রস্তাব করতে বলা হলে বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নাম প্রস্তাব করলে সাবুর পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা। এরপর প্রস্তাব আসে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন রাসেল ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন তালুকদারের ছেলে এলমান হোসেন সুহাদের নাম। পরে সাধারণ সম্পাদক পদের জন্য জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি জুবায়ের আদনান অনিক, সাবেক ছাত্রলীগ নেতা জুনায়েদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকতারুজ্জামান রকিব, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন শিপন, সাবেক ছাত্রলীগ নেতা রানা তালুকদার, শাওন তালুকদার, মাহমুদুল বারি রনি, মাহমুদুল আজাদ রিপন, মঞ্জুরুল আলম জন, হুমায়ুন কবির পল্টু, ইমরান হোসেন ও আকতারুজ্জামান লিমনসহ মোট ১৩ জনের নাম প্রস্তাব করা হয়। কাউন্সিল অধিবেশন চলাকালে নেতাদের সমর্থনে বাইরে প্ল্যাকার্ড নিয়ে যুবলীগ কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত ছিল শিল্পকলা একাডেমি চত্বর। শীর্ষ দুই পদের জন্য প্রস্তাব সমর্থনের পর কেন্দ্রীয় নেতারা কোনো সিদ্ধান্ত ছাড়াই অধিবেশন শেষ করে চলে যান। যাবার আগে কেন্দ্রীয় নেতারা বলেছেন- খুব দ্রুতই কমিটি ঘোষণা করা হবে। এর আগে কেন্দ্রীয় কমিটি বরগুনা জেলা যুবলীগ নেতাদের বায়ে ডাটা জমা চেয়ে চিঠি দিলে ২৪০ জনের বায়োডাটা জমা পড়ে। নেতারা বলেছেন বায়োডাটা দেখে কমিটি দেওয়া হবে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু  বলেন, কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পদের জন্য নাম প্রস্তাব করতে বলা হয়। উভয় পদের জন্য হাউস একাধিক নেতার নাম প্রস্তাব ও সমর্থন করেন। কেন্দ্রের নেতারা প্রস্তাব গ্রহণ করেছেন। পরবর্তীতে কেন্দ্র থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।