করোনা প্রতিরোধে যুবকরাই এখন প্রান

কামরুন নাহার | ১৪:৩৩, মার্চ ২৪ ২০২০ মিনিট

করোনা প্রতিরোধে নগরীর আমিরকুটিরের যুবকরাই এখন এলাকার প্রান হয়ে দাঁড়িয়েছে। ছুটে চলছে মানুষের দ্বারে দ্বারে।  করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এলাকায় শুরু করেছে হাত ধোঁয়া এবং শরীর জীবানুমুক্ত করার কার্যক্রম। গতকাল আমিরকুটির যুব সংঘ ও দৈনিক দেশ জনপদ পত্রিকার উদোগ্যে সকাল ১০ থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এলাকার নামধারী কিছু রাজনৈতিক নেতারা ব্যস্ত কেবল সাংগঠনিক ও নিজেদের স্বার্থ রক্ষার্থে লোক দেখানো কার্যক্রম নিয়ে। তারা খেয়াল রাখেনা এলাকার জনগনের প্রতি, জনগনের সুরক্ষার প্রতি। জনগনের সুবিধার্থে কারো দ্বারে নেই তাদের বিচরন কারন নিজের পকেটের টাকা কেন ব্যয় করবে। লাভ তো নেই কোন। এলাকাবাসীর ভেতরে ভেতরে রয়েছে চাপা ক্ষোভ। তাই নিজেদের তাগিদেই অনেকে বেড়িয়ে পরেছে সচেতনতামূলক কাজে। বরিশাল নগরীর আমিরকুটির এলাকায় তেমনি কয়েক যুবক ২/৩ জনের আলাদা গ্রুপ করে এলাকায় প্রচারনা চালান।পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ব্যবস্থা করেছেন সকলের হাত ধোঁয়ার এবং শরীরকে জীবানুমুক্ত করেত ছিটিয়ে  দিচ্ছেন জাবানুনাশ স্প্রে। সোমবার রাতে ঐ সব যুবকরা এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাইকিং করলে তাদের শুভেচ্ছা জানান অনেকে। বলেন, যে কাজটি জনপ্রতিনিধিদের করা উচিত ছিলো, সেটি ঐসব যুবকরা করেছে। প্রচারনায় অংশ নেয়া যুবকরা কোন ধরনের শো ডাউন করেনি। ২/৩জনের গ্রুপে সবাই মাস্ক পরে মেনে চলে নির্ধারিত দূরত্ব ও নিয়ম। অংশগ্রহনকারী যুবকরা হলো আসিফ, সান, নোমান, অনিম, মুন্না, অশ্রু, সজীব, কালু, সুমন, রুবেল, সাকি, আবিরসহ আরো অনেকে।