বৈদ্যুতিক ঝুঁকির খোড়া অজুহাতে পড়শীর বাশঝাড় কর্তন

দেশ জনপদ ডেস্ক | ২১:৪৬, ডিসেম্বর ২১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বৈদ্যুতিক ঝুঁকির একটি খোড়া অজুহাত তুলে প্রতিবেশীর বাশঝাড় কেটে ফেলেছে প্রতিপক্ষরা। সেই আরও বেশকিছু গাছ কেটে ফেলা হয়েছে। এতে শহরের উত্তর সাগরদী টিয়াখালী ইসলামপাড়া সড়কের ইসলাম ছায়া নীড়ের বাসিন্দা সিরাজুল ইসলামের স্বজনেরা ৫০ হাজার টাকা ক্ষতিপুরণ দাবি করেছে। এমনকি স্থানীয়ভাবে প্রতিকার চেয়েছেন। বিপরিতে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার সুরহার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। সিরাজুল ইসলামের স্বজনেরা জানান, তাদের বাসার বাউন্ডারি অতিক্রম করে বেশ কয়েকটি বাশ গাছ বৈদ্যুতিক তারের কাছাকাছি চলে যায়। কিন্তু প্রতিবেশি বাদ-বিচার না করে অনেকটা গোপনীয় ভাবে বাউন্ডারি দেয়ালের ভেতরে প্রবেশ করে এবং ঠুনকো অজুহাতে পুরো বাশঝাড়সহ আরও কিছু গাছ কেটে ফেলে। SPONSORE চিকন হতে চান? এটি ব্যাবহার করুন ২ সপ্তাহে ২৭ কেজি হারানোর জন্ সিরাজুল ইসলামের ভাড়াটিয়া শামীম মোল্লা জানান, যেদিন বাশঝাড় কেটে ফেলে হয়েছে, সেই দিন তিনি বাজারে গিয়েছিলেন। পরবর্তীতে বাসায় ফিরে জানতে পারেন প্রতিবেশী সাকিল ও তার চাচাসহ আরও কয়েকজন একত্রিত হয়ে বাশঝাড় কেটেছে। এই বিষয়টি বাসা মালিককে অবহিত করা হয়েছে। সিরাজুল ইসলাম জানান, ভাড়াটিয়ার কাছ থেকে বিষয়টি অবগত হয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানানোর পাশাপাশি প্রতিকার চাওয়া হয়েছে। অবশ্য কাউন্সিলরও বিষয়টি নিয়ে একটি সুরহায় বসার কথা জানিয়েছেন। এই বিষয়ে জানতে কাউন্সিলর এনামুল হক বাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তিনি জেনেছেন, কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে এখনও বসার সময় হয়নি। তবে খুব শিগগিরই সমাধানে উদ্যোগ নেওয়া হবে।