বরিশালে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

দেশ জনপদ ডেস্ক | ২১:০৪, ডিসেম্বর ২০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালসহ দক্ষিণাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার শীতের পাশাপাশি উত্তরের হিমবাহের হালকা বাতাস প্রবাহিত হওয়ায় হাঁড় কাপানো শীত অনুভূত হচ্ছে। এতে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। আগামী এক-দুই দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ওই অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল জানান, উত্তরাঞ্চল থেকে হিমবাহের বাতাস প্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো চলতি মৌসুমের সর্বনিম্ন ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে দেখছেন তারা। এর আগে গত ১৮ ডিসেম্বর বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিলো। চলমান আবহাওয়া পরিস্থিতি আগামী এক-দুই দিনে আরও অবনতি হতে পারে বলে ধারনা করছেন তারা। এদিকে নদী অববাহিকায়ও ভোর রাত থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশায় আচ্ছন্ন থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে দৃষ্টিসীমা ২০০ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছেন আবহওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল। এদিকে সর্বনিম্ন তাপমাত্রায় হাঁড় কাপানো শীতে বিপর্যস্ত বরিশালের বাসিন্দারা। বিশেষ করে ভাসমান ও নিম্ন আয়ের মানুষ শীত নিবারণের গরম কাপড়ের অভাবে কোন মতে খড়কুটো জ্বালিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। সরকারি কোন সংস্থা কিংবা বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও বরিশালে এখন পর্যন্ত নিম্ন আয়ের মানুষের পাশে গরম কাপড় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি।