বরিশাল আদালতের ঘুষখোর সেরেস্তাদার রেখা রানী বরখাস্ত

কামরুন নাহার | ০৭:৩৩, নভেম্বর ১৮ ২০১৯ মিনিট

এস কে সবুজ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুষ দাবির ভিডিও ভাইরাল হওয়ার পর বরিশাল দ্রুত বিচার আদালতের সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ এইচ এম মাহমুদুর রহমান তাকে সাময়িক বরখাস্ত করেন। গত শুক্রবার ঘুষ চাওয়ার ভিডিওটি ভাইরাল হলে তা গণমাধ্যমে প্রকাশিত হয়। শুক্রবার ও শনিবার আদালত বন্ধ থাকায় তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাপ্তাহিক ছুটির পর রবিবার (১৭ নভেম্বর) আদালত খুললে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।জানা গেছে, ঝালকাঠীর নলছিটির বাসিন্দা মনির হোসেন সম্প্রতি একটি মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামিন আদেশের (বেলবন্ড) নকল কপি তোলার জন্য নিয়ম অনুযায়ী কোর্ট ফিসহ আবেদন করেন। এরপর সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নকল জামিন আদেশ পাওয়ার জন্য যোগাযোগ করলে সেরেস্তা সহকারী রেখা রানী দাস তার কাছে এক হাজার টাকা দাবি করেন। কিন্তু মনির টাকা দিতে অপারগতা প্রকাশ করে বিষয়টি তার মোবাইলে ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন।