কিছুদিন পরপরই আমার ঠান্ডা লাগে, কী করব?
রিপোর্ট দেশ জনপদ ॥ আমার বয়স ১৬। প্রতিদিন মাঝেমধ্যে কাশি হয়। এ সময় বমি আসতে চায়। তখন খুবই খারাপ লাগে। তা ছাড়া কিছুদিন পরপরই আমার ঠান্ডা লাগে। আমার মা হাঁপানির রোগী।—নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: ১
বংশগতভাবে আপনার হাঁপানির ঝুঁকি আছে। হাঁপানি শ্বাসকষ্ট ছাড়া কাশি নিয়েও হতে পারে। সে ক্ষেত্রে যে বিষয়গুলো কাশি বাড়ায়, যেমন ধুলাবালু, ঠান্ডা, পশুপাখির লোম, কার্পেট ইত্যাদি এড়িয়ে চলতে হবে। এর সঙ্গে চিকিৎসকের পরামর্শে ইনহেলার ব্যবহার করতে হবে। তা ছাড়া সাইনোসাইটিসেও ঘন ঘন ঠান্ডা লাগা, কাশি থাকে।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
প্রশ্ন: ২
খাওয়ার পরপরই পায়খানার চাপ অনুভব করি। সকালে নাশতা করার ১০-১৫ মিনিটের মধ্যে স্বাভাবিক পায়খানা হয়। আবার দুপুরে খাওয়ার পরও সকালের মতোই অবস্থা। বিকেলে নাশতা করলেও একবার যেতে হয়। রাতের খাবার পরও যাই। মাঝেমধ্যে সকালে ঘুম ভাঙলে তলপেটে হালকা ব্যথা হয়। আমার বয়স ২৬ বছর।—মোহাম্মদ আশিক
পরামর্শ: ২
খাবার খাওয়ার কিছুক্ষণ পর পায়খানার বেগ স্বাভাবিকভাবেই হতে পারে, এটাকে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বলা হয়। আপনার যে বয়স, তাতে জটিল কোনো রোগ হওয়ার আশঙ্কা কম। তবে যুবা বয়সে মাঝেমধ্যে পেটে ব্যথা হওয়া এবং সঙ্গে পায়খানার সমস্যা আইবিএসের কারণে হতে পারে। আপনার যদি ওজন না কমে থাকে এবং রক্তশূন্যতা না থাকে, তাহলে খুব একটা চিন্তার কিছু নেই। দুধজাতীয় খাবার, শাক এবং সালাদ বাদ দিয়ে দেখতে পারেন উন্নতি হয় কি না। না হলে একজন পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন—ডা. মোহাম্মদ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক, পরিপাকতন্ত্র ও লিভার বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা