করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্র আটক

কামরুন নাহার | ০০:২৪, মার্চ ২৩ ২০২০ মিনিট

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে করোনাভাইরাস নিয়ে গুজব ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে সোহেল সেখ হৃদয় এবং আহাদ ওরফে আনাম নামে দুই কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পিরোজপুর শহরের থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার ইসমাইল সেখের ছেলে এবং আনাম মধ্যরাস্তা এলাকার নান্নু সেখের ছেলে। এরা দুজনেই এ বছর এইচএসসি পরীক্ষার্থী। তারা খুলনার দুটি কলেজে লেখাপড়া করে। পিরোজপুর ডিবি পুলিশের এস.আই. হাচনাইন পারভেজ জানায়, গ্রেফতারকৃতরা করোনাভাইরাস নিয়ে একটি ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোষ্ট দিয়ে গুজব ও আতঙ্ক ছড়াচ্ছিল। ফেজবুকে পোষ্ট করা ভিডিওতে দেখা গেছে, কলেজ ছাত্র আনাম নিজের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে বলে বক্তব্য দিয়ে একটি ভিডিও ক্লিপ তৈরী করেছে। যেটি সে পরে তার আইডি দিয়ে ফেজবুকে পোষ্ট করে এবং তার বন্ধু হৃদয় তা শেয়ার করে।