রাজাকার সন্তানদের আওয়ামী লীগে মনোনয়ন দেওয়া দুঃখজনক: মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৬, ডিসেম্বর ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ রাজাকারের কোনো সন্তানদের আওয়ামী লীগে মনোনয়ন দেওয়াটা দুঃখজনক এবং বিব্রতকর বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি)। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বরগুনায় আসেন তিনি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এদিনে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্ভোধন, বীর মুক্তিযোদ্ধাগণ, দুস্থ ও অসুস্থ ব্যাক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার চারাগাছ বিতরন করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)। সেখানে তিনি বলেন, দেশের সকল মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল মুক্তিযোদ্ধাদের জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছেন। পর্যায়ক্রমে সকল পদক্ষেপ বাস্তবান করা হবে। কোনো মুক্তিযোদ্ধা অসহায় ও মানবেতর জীবন যাপন করবেন না বলেও জানান তিনি। তিনি আরও বলেন, রাজাকারের কোনো সন্তানদের আওয়ামী লীগে মনোনয়ন দেওয়াটা দুঃখজনক এবং বিব্রতকর। বিষয়টি দলকে অবগত করা হবে বলেও জানান তিনি। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা (এমপি), বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আলহাজ্ব জাহাঙ্গীর মল্লিক, বরগুনা পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি- এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন মৃধা, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব এবি এম গোলাম কবির, বেতাগী, বামনা পাথরঘাটা,তালতলী, আমতলী ও বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী কর্মীকর্তাগণ, জেলার সকল মুক্তিযোদ্ধাগন, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।