অসহায়দের মাঝে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
দেশ জনপদ ডেস্ক|১৮:৪১, ডিসেম্বর ১৩ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল সদর উপজেলা ও সিটি করপোরেশনের ৫০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বান্দ রোডস্থ বরিশাল পানি উন্নয়ন বোর্ড রেস্টহাউজে সমুখে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র নিজ অর্থায়নে ৫০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ-সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, ২১নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।