শ্বশুরবাড়ি বেড়াতে এসে জরিমানা দিলেন প্রবাসী

কামরুন নাহার | ০১:২৪, মার্চ ২২ ২০২০ মিনিট

বরগুনা প্রতিনিধি ॥ হোম কোয়ারেন্টিনের নিয়ম লঙ্ঘন করে শ্বশুরবাড়ি বেড়াতে আসায় বরগুনায় এক সিঙ্গাপুর প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরের বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এ জরিমানা করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় ওই প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। দণ্ডপ্রাপ্ত ওই প্রবাসীর নাম ওমর ফারুক। তিনি বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ এলাকার বাসিন্দা। গত ২ মার্চ সিঙ্গাপুর থেকে তিনি বাংলাদেশে আসেন। মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, সিঙ্গাপুর প্রবাসী ওমর ফারুকের হোম কোয়ারেন্টিনের বিষয়ে খোঁজ নিতে প্রথমে তার গ্রামের বাড়িতে যায়। কিন্তু ওমর ফারুককে বাড়িতে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পরে আমি জানতে পারি ওই প্রবাসী বরগুনার পৌরসভার ডিকেপি রোডের বটতলা এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। পরে সেখানে গিয়ে দেখি ওই প্রবাসী শ্বশুর বাড়িতেও হোম কোয়ারেন্টিনের নিয়ম মানছেন না। তাই তাকে ৫ হাজার টাকা জরিমানা করে স্থানীয় পৌর কাউন্সিলরের জিম্মায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়।