বিয়ে-হলুদের পর এবার মেহেদির ছবি প্রকাশ ক্যাটরিনার

দেশ জনপদ ডেস্ক | ১৯:১১, ডিসেম্বর ১২ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ বিয়ে ও হলুদ অনুষ্ঠানের পর মেহেদি অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মেহেদি অনুষ্ঠানেও সব্যসাচীর ডিজাইন করা পোশাক ও গহনা পরেছিলেন ক্যাটরিনা। স্টাইলিংয়ে ছিলেন আনিতা শ্রুফ। মেহেদী অনুষ্ঠানে মটকা সিল্কের লেহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা। ভিকি সেজেছিলেন সিলের কুর্তা ও সালোয়ারে। সঙ্গে ছিলে র সিল্কের গলাবন্ধ জ্যাকেট এবং তাতে ছিল প্রিন্টের নকশা। ক্যাটরিনা ও ভিকির মেহেদী অনুষ্ঠানের ছবি প্রকাশ করে আনিতা শ্রুফ লিখেছেন, ‘মেহেদির অনুষ্ঠান এমনই হওয়া উচিত।’ বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানেও সব্যসাচীর ডিজাইনের পোশাক পরেছিলেন ক্যাটরিনা ও ভিকি। স্টাইলিংয়ে ছিলেন আনিতা। রাজস্থানে বসেছিলে বিয়ের আসর।