নগরীতে বেশি দামে ঔষধ বিক্রির অভিযোগে জরিমানা

কামরুন নাহার | ০১:২৩, মার্চ ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ২৮ টাকা মূল্যের ঔষধ একশ টাকা বিক্রির অভিযোগে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুর ১ টায় নগরীল জেনারেল হাসপাতালের সামনে ‘মা মেডিসিন কর্নার’ এর এ জরিমানা করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর সাগরদী এলাকার মোঃ শাফিন আহম্মেদ জানায়, আপন ভাইএর ছেলেকে সুন্নাতে খাতনা করা হয়েছে। সেজন্য ঔষধ কিনতে যাই মা মেডিসিন কর্নারে। এসময় ঔষধের দোকানী জেসোকেইন নামের একটি ইঞ্জেকশন প্যাকের গায়ে লেখা ২৮ টাকা ৭৪ পঁয়সা। কিন্তু শাফিন আহম্মেদের কাছ থেকে রাখা হয় একশ টাকা। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে বাজার মনিটরিং টিমের কাছে অভিযোগ দায়ের করে। সাথে সাথে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করলে সত্যতা পায়। এতে দোকান মালিককে ঔষধের দাম বেশি রাখায় ২০০৯ সালের ভোক্তা অধিকার দন্ডে দণ্ডিত করে। অভিযান পরিচালনার সহযোগীতায় ছিলেন ডিডি, র‌্যাব, পুলিশ এর টিম।