১২ দিনেও সাগরে ট্রলারসহ নিখোঁজ সেই ১১ জেলের সন্ধান মেলেনি
দেশ জনপদ ডেস্ক|১৯:২৬, ডিসেম্বর ০৮ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিনিধি ॥ সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ নিখোঁজ ১১ জেলের এখনও সন্ধান মেলেনি। বুধবার সকাল পর্যন্ত ১২ দিন পরও তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
এর আগে গত ২৭ নভেম্বর সকালে সাগরে এফবি মামুন ট্রলারে বড়শি দিয়ে মাছ শিকারে যান ওই ১১ জেলে। ওই ট্রলার মালিকের নাম মো. হাবিবুর রহমান। তার বাড়ি বরগুনার নলটোনা ইউনিয়নে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ২৭ নভেম্বর সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ শিকার করতে পাথরঘাটা থেকে রওনা দেন ওই জেলেরা। এর পর আর ফিরে আসেননি।
তবে ধারণা করা হচ্ছে— ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়তে পারেন তারা।
তিনি আরও বলেন, বুধবার সকালে এফবি ভাই ভাই নামে একটি মাছ ধরা ট্রলার নিয়ে আ. সালাম মাঝির নেতৃত্বে ছয় জেলে নিখোঁজদের সন্ধানে পাঠানো হয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটার স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচএমএম হারুন অর রশীদ বলেন, ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ রকমের খবর আমাদের জানানো হয়েছে। উচ্চমহলের পরামর্শ অনুযায়ী সকাল থেকেই অনুসন্ধানে আমাদের টিম কাজ করছে।