বরিশালে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম

কামরুন নাহার | ০১:২১, মার্চ ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যে চাল বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২১ মার্চ) দুপুর ১২টায় তালতলী মৌচাক গ্রামে দুর্নীতি করে ডিলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্র“তি বাস্তবায়নের লক্ষ্যে সরকার হতদরিদ্রদের মাঝে ১০ টাকা মূল্যে চাল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন। এই লক্ষ্য অর্জনে হতদরিদ্রদের মাঝে রেশন কার্ড বিতরণ করেছে। সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে মঙ্গলহাটা গ্রামে (তালতলা মৌচাক) রেশন কার্ড ও চাল বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম চলছে। সরেজমিন দেখা গেছে, একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড ইস্যু, একই ঘরে একাধিক কার্ড ইস্যু, ধনি ও চাকরিজীবীদের নামে কার্ড ইস্যু, ব্যবসায়ী নামে, ভুয়া ছবি দিয়ে কার্ড ইস্যু এবং অন্য এলাকার বাসিন্দাদের নামে কার্ড ইসু্যু করে তাদের নামে চাল বিতরণ করা হয়েছে। ইউপি সদস্য ও ডিলাররা যোগসাজশে উৎকোচের বিনিময়ে এভাবে রেশন কার্ড বিতরণ করেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন তাদের প্রদত্ত তালিকা অনুযায়ী কার্ড বিতরণ করা হয়নি। এই চাল বিতরণের সময় অনিয়মের সুযোগ গ্রহণ করেছে ডিলার মোঃ সোহেল রানা। বিতরণকৃত কার্ডের ত্র“টি বিচ্যুতি ধরে তাদের চাল না দিয়ে এবং মাপে কম দিয়ে এসব চাল আত্মসাৎ করছে ডিলার সোহেল রানা। উপজেলা প্রশাসক ইউএনও বলেন সরকারিভাবে যে রকম চালের বস্তা আসে সেই রকম বিতরণ করার জন্য বলেন তারপরে ও আমি খাদ্য অধিদপ্তরকে বলে বিষয়টি তদন্ত করার জন্য বলব। ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খোকন মুঠোফোনে বলেন, সরকারি চাল খাদ্য অধিদপ্তর থেকে যেভাবে আমাদের দিয়েছে আমরা এভাবেই বিতরণ করছি।