বরিশালে ইমামের ওপর হামলার প্রস্তুতিকালে যুবক আটক

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪১, ডিসেম্বর ০৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥  ফজরের আজানের পূর্বে ইমামের ওপর হামলার প্রস্তুতিকালে এলাকাবাসী ধাওয়া করে এক যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে। ওই গ্রামের জাবেলুর নূর জামে মসজিদের ইমাম ও ঠাকুরমল্লিক গ্রামের ওয়াজেদ আলী মোল্লার ছেলে মাওলানা আব্দুস ছালাম জানান, সোমবার ভোররাতে ফজরের নামাজের আজান দেওয়ার জন্য তিনি মসজিদ থেকে বের হন। এসময় মসজিদের সামনে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে তার সন্দেহ হয়। একপর্যায়ে ওই যুবক ইমামের ওপর হামলার চেষ্টা করলে তিনি (ইমাম) দৌঁড়ে মসজিদের মধ্যে অবস্থান করে মাইকে প্রচার করে গ্রামবাসীকে সর্তক করেন। তাৎক্ষনিক স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে ধারালো দা সহ ওই যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। আটককৃত যুবক সাইয়েদ মীরা মধ্য ইসলামপুর গ্রামের মৃত মজিদ মীরার পুত্র। উল্লেখ্য, গত ১২ নবেম্বর দিবাগত রাতে একই এলাকার বায়তুর নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইয়াকুব আলী বেপারীর ওপর হামলা চালিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে বাম হাতের কব্জি ও অপর হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন করা দিয়েছে একই এলাকার মৃত ফরিদ মাঝির ছেলে বাবলু ওরফে বাবু মাঝি। ওই ঘটনায় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। সার্বিক বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, দুটি ঘটনার সাথে কোন মিল রয়েছে কিনা সে বিষয়ে আটককৃত সাইয়েদ মীরাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (সাইয়েদ) জানিয়েছে, ইমাম সঠিকভাবে নামাজ আদায় করাচ্ছেন না। এজন্য তার ওপর সাইয়েদ ক্ষিপ্ত ছিলো।