বিএনপি’র বিভাগীয় সমাবেশে ছাত্রদল সভাপতি রাজীব শিকদার নেতৃত্বে মিছিল,
দেশ জনপদ ডেস্ক|০০:১১, ডিসেম্বর ০৪ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক।। বরিশালে বিএনপির সমাবেশে ছাত্রদল নেতা রাজীব শিকদার। বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থল জিলাস্কুল মাঠে যোগদান করে । বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ও সহ-সভাপতি রাজীব শিকদারের মাঠে শো-ডাউন ও একাত্মবোধ দেখে প্রসংশা করেছেন কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার বেলা ২টার পর পর দক্ষিণ আলেকান্দা হোটেল রোজিন এর সামনে থেকে মিছিল বহরটি নিয়ে জিলাস্কুল মাঠে প্রবেশ করে। এর আগে মিছিলটি পলিটেকনিক পকেট গেট থেকে শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশে কেন্দ্রীয় নেতারা যখন বক্তব্যের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই রাজীব নেতৃত্বাধীন মিছিলটি নিয়ে মাঠে প্রবেশ করে। তখনই মাইকে ঘোষণা দেওয়া হয়, ছাত্রদল নেতার রাজিব সিকদার এবং গনোতালি দিয়ে বরণও করে নেয়।
উল্লেখ্য, দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জিলাস্কুল মাঠে সমাবেশ করে বিএনপি। এতে কেন্দ্রীয় বিএনপি নেতা মিজা আব্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।’