বরিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৫, ডিসেম্বর ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ আজ ১ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে জেলা ও বিভাগীয় পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস।