বিশ্ব যখন করোনায় কাদঁছে- ব্যবসায়ীরা তখন আনন্দে ভাসছে

কামরুন নাহার | ০০:৪১, মার্চ ২১ ২০২০ মিনিট

উত্তাম কুমার, বাকেরগঞ্জ ॥ সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী আকারে দেখা দিয়েছে করোনা ভাইরাস। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ২০ জন আক্রান্ত ও একজন মৃত্যুবরণ করেছেন। আর এই সুযোগে উপজেলার অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বেশি দামে পিঁয়াজ-রসুন বিক্রি শুরু করেছেন। তাই বাকেরগঞ্জ উপজেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিংয়ে ফাটাকেষ্ট'র ভূমিকায় মাঠে নেমেছেন সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় তিনি ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করে উভয় দণ্ডে দন্ডিত করেছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে গতকাল ২০ মার্চ শুক্রবার সকালে তিনি উপজেলার বাসস্ট্যান্ড, বাকেরগঞ্জ বন্দর ও গারুরিয়া বাজারে অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম জানায়, অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম বেশি রাখায় বাকেরগঞ্জ বন্দরের নিতাই সাহা, খোকন সাহা, বাসস্ট্যান্ডের মামুন হাওলাদার ও গারুরিয়া বাজারের এক ব্যবসায়ীর প্রত্যেককে ৫ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করে উভয় দন্ডে দন্ডিত করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানায়। এছাড়াও করোনা ভাইরাসকে কেন্দ্রকরে বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট করে পিয়াঁজের দাম বৃদ্ধির সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বাকেরগঞ্জ থানা অফির্সাস ইনচাজ আবুল কালাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ব্যবসায়ী খালেক স্টোর, বসির স্টোর, প্যাদা স্টোরকে ১০ হাজার টাকা করে মোট ৩০ টাকা জরিমানা আদায় করেন।