বরগুনায় করোনা টিকা দেওয়া হয়েছে ৭৩১৬ জন শিক্ষার্থীকে

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫০, নভেম্বর ২৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ বরগুনা জেলায় ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি ও সমমানের ৭ হাজার ৩১৬ জন শিক্ষার্থীকে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল বিভাগের বরগুনা জিলা স্কুলে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। টিকা গ্রহণকারীদের মধ্য ৩ হাজার ৩৯৬ জন ছাত্র এবং ৩ হাজার ৯২০ জন ছাত্রী রয়েছে। একটি কক্ষে ৬টি গ্রুপে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকা প্রদান করা হয়। সিভিল সার্জন অফিসের ইপিআই সুপার ভাইজার আলমগীর হোসেন বলেন, কলেজ পর্যায়ে ৫ হাজার ৬৭৯, কারিগরি ৭৮৫, মাদ্রাসার ৭৫২ জন এবং উদ্বোধনী পর্বে ১০০ জনসহ মোট ৭ হাজার ৩১৬ জনকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।