নিজস্ব প্রতিনিধি ॥ জ্বালানি তেল ও নিত্য পন্যের দাম কমানো, বর্ধিত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহার, নৈরাজ্যমুক্ত নিরাপদ সড়ক ও হাফ পাশের প্রজ্ঞাপন জারির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মো. জাভেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাকিবুল ইসলাম সাচিন, সহ-সাধারন সম্পাদক শারমিন শ্রুতি, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির এবং গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক রাকিব মাহমুদসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে ছাত্র ফেডারেশনের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।