বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫ম দিনে ১শ’ ৪০ মণ ঝাটকা উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ২১:৩৮, নভেম্বর ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন এর নেতৃত্বে একের পর এক সফল ঝাটকা বিরোধী অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ। গত এক সপ্তাহে ৫ম বারের মতো অভিযান চালিয়ে ১শ’ মনের উপরে ঝাটকা জব্দ করেছে বরিশাল নৌ-পুলিশ। যা এযাবৎকালে অভিযানে রেকর্ড পরিমান ঝাটকা জব্দ করা হয়েছে। আর নৌ-পুলিশের ঝাটকা বিরোধী চলমান এ অভিযানকে সফল করতে স্ব-শরীরে উপস্থিত থেকে ৫ম দিনেও নেতৃত্ব দিচ্ছেন নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দীন। নৌ- পুলিশের ঝাটকা বিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকাল বরিশালে যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১শ’ ৪০ মন ঝাটকা উদ্ধার করেছে বরিশাল সদর নৌ-থানা পুলিশ। গতকাল ২৮ নভেম্বর (রবিবার) রাত ৯টায় নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিনের নেতৃত্বে বরিশাল নৌ পুলিশ দপদপিয়া হিরন পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী পরিবহন ও একটি পিকআপ ভ্যান থেকে এই জাটকা উদ্ধার করেন। নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন জানান, গোপন সংবাদে জানতে পেরে কুয়াকাটা ও কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন ও একটি পিকআপ ভ্যানে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী পরিবহন ও ট্রাক থেকে আনুমানিক ১শ’ ৪০ মন ঝাটকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আজ ২৯ নভেম্বর (সোমবার) বরিশাল পুলিশ লাইনস্ মাঠে উদ্ধারকৃত ঝাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হবে বলে জানান। তিনি আরো জানান, বরিশাল অঞ্চল ও সদর নৌ থানা পুলিশ সর্বদা ঝাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের ঝাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।