বরিশালে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে মাঠে নেমেছে বিআরটিএ

দেশ জনপদ ডেস্ক | ২১:২৬, নভেম্বর ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ তীব্র যানজটে নাকাল বরিশাল নগরবাসী। অবৈধ অটোরিকশা নির্মান ও চলাচলের কারণে এই যানজট সৃষ্টি হয় বলে মনে করেন সড়ক বিশেষজ্ঞরা। রুপাতলী, লঞ্চঘাট,নথুল্লাবাদ, সাগরদী, বটতলা, নতুনবাজার, জেলখানা মোড়, কাকলীর মোড়সহ নগরীর প্রায় ১০টি পয়েন্টে সৃষ্টি হয় তীব্র যানজট। অতিরিক্ত যানজটের ফলে দুর্ভোগ পোহাতে হয় স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী এবং বিভিন্ন অফিস আদালতে কর্মরত পেশাজীবিসহ সকল শ্রেণী পেশার মানুষের। সড়ক ও ফুটপাত অবৈধ ভাবে দখল করে ভ্যান গাড়ি বসিয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করার ফলেও সাধারণ মানুষের চলাচলে পোহাতে হয় ভোগান্তি। বর্তমানে নগরীর বিভিন্ন সড়কে আনুমানিক ৫০০০(পাচঁ হাজার) অবৈধ অটোরিকশা চলাচল করে বলে অভিযোগ রয়েছে। নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে রুপাতলীসহ বিভিন্ন স্থানে প্রতিদিন তৈরি হচ্ছে এই অটোরিকশা।কম বেশি প্রতিদিন গড়ে পাঁচটি অটোরিকশা রাস্তায় নামানো হয় বলে জানিয়েছেন নির্মাণ শ্রমিকরা। অবৈধ এই যানগুলো নিয়ন্ত্রণ করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আইন প্রয়োগ করা হলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না।যার ফলে যানজট নিরসনে কঠোর পরিশ্রম করতে হয় পুলিশ সদস্যদের। অবৈধ এই অটোরিকশা নির্মান ও চলাচল বন্ধ না করে যানজটের জন্য ট্রাফিক বিভাগকে দোষারোপ করা নেহাত বোকামি বলে মনে করেন সচেতন মহল। তবে অবৈধ অটোরিকশা নির্মান ও চলাচল বন্ধে এবার কঠোরভাবে মাঠে নেমেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি( বিআরটিএ)।বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। অবৈধ অটোরিকশা নির্মান বন্ধে ২০২০সালের নভেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ১৫০টি মামলায় ১ লক্ষ ৬০ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ৷ পাশাপাশি অনেক ওয়ার্কসপ সীলগালা করে নির্মান শ্রমিককে প্রদান করা হয়েছে আইনি নোটিশ। বরিশালবাসীকে একটি যানজট মুক্ত নিরাপদ নগরী উপহার দিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয় বিআরটিএ বরিশাল সার্কেল এর সহকারী পরিচালক মোঃ আতিকুল আলম বলেন,,, জনসাধারণকে যানজট মুক্ত সড়ক উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় অবৈধ অটোরিকশা নির্মান ও চলাচল বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করে ইতোমধ্যে অনেক মানুষকে আইনের আওতায় আনা হয়েছে এবং এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এ বিষয় বিআরটিএ এর লাইসেন্স পরিদর্শক মোঃ ইকবাল হোসেন বলেন,, অতিরিক্ত যানজট সৃষ্টির কারণ মনিটরিং করে দেখা গেছে সড়কে অবৈধ অটোরিকশা নির্মান ও চলাচল প্রধান কারণ। নগরবাসীর ভোগান্তি দূর করে নিরাপদ সড়ক উপহার দিতে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।