বরিশালে খাবার ভেবে ভুল করে শিশুর বিষপান
নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় ঘরে থাকা খাবার ভেবে ভুল করে এক বছরের শিশু বিষ খাওয়ায় মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের নিখিল হালদারের এক বছরের ছেলে অর্নব হালদার বুধবার দুপুরে ঘরে থাকা বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এসময় অসুস্থ শিশু অর্নবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিশু অর্নব এর পিতা নিখিল হালদার জানান, কৃষি কাজে ব্যবহারের জন্য একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ঘরে রাখা বিষাক্ত ফুরাডন ছিল। আমার ছেলে অর্নব খাবার ভেবে পলিথিনে মোড়ানো অবস্থায় বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এসময় শিশু অর্নব অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।
অন্যদিকে মঙ্গলবার বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামের প্রফুল্ল কুমার জয়ধরের স্ত্রী রীনা জয়ধর (৩৫) তার স্বামীর সাথে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থাবস্থায় রীনাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।