বরিশালে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা
নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে রাসেল মোল্লা (২৯) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালে এসএসসি পরীক্ষার্থীর মা বিউটি বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটি বাকেরগঞ্জ থানার ওসীকে তদন্তের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, জমিজমাকে কেন্দ্র করে স্বাক্ষীদের মারধর করে আসামী রাসেল।
এসময় বাদীর মেয়ে মারধরে বাধা প্রদান করলে তাকেও মারধর করে কাপড়চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে।
এ সময় বাদী এগিয়ে আসলে আসামী খুন জখমের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।