২ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ স্বাস্থ্যকর্মীর

দেশ জনপদ ডেস্ক | ২০:১৬, নভেম্বর ২৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ বরগুনার আমতলীতে দুই দিন পার হলেও নিখোঁজ স্বাস্থ্যকর্মীর খোঁজ মেলেনি। কর্মস্থলে যাওয়ার পথে রোববার নিখোঁজ হন তিনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওই দিন আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজ জান্নাতুল ফেরদৌসি পিংকি চাওড়া ইউনিয়নের সোহরাব হাওলাদারের মেয়ে। তিনি আমতলী বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব সহকারী পদে কর্মরত। পরিবারের বরাতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, রোববার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যান পিংকি। রাতে সময় মতো বাড়ি না ফেরায় ও তার ফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেন মেয়েটির বাবা। পিংকির বাবা সোহরাব হাওলাদার  বলেন, ‘পিংকি রাতে বাড়ি না ফেরায় তার কর্মস্থল বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করি। তারা জানায় ওই দিন বিকাল ৪টার দিকে সেখান থেকে সে বের হয়ে গেছে। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর নিয়ে পিংকির কোনো সন্ধান না পেয়ে ওই দিন রাতেই জিডি করেছি।’ ওসি মিজানুর জানান, প্রযুক্তির ব্যবহার করে নিখোঁজ পিংকির মুঠোফোনের অবস্থান জেনে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ছাড়া নিখোঁজের সম্ভাব্য কারণ অনুসন্ধানেরও চেষ্টা চলছে বলে তিনি জানান।