উজিরপুরে পান চাষির ঝুলন্ত দেহ

দেশ জনপদ ডেস্ক | ২০:০৬, নভেম্বর ২৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ অনিলের স্ত্রী শিল্পী রানী দাস বলেন, ‘দুপুরে বাড়ির পাশের বাগানে ছাগল চরাতে যাই। সেখানেই একটি রেইনট্রিতে অনিলের ঝুলন্ত নিথর দেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন।’ বরিশালের উজিরপুরে অনিল চন্দ্র দাস নামের এক পান চাষির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উজিরপুর পৌর এলাকার উত্তর কমলাপুর গ্রামে একটি রেইনট্রি থেকে দেহটি উদ্ধার করা হয়। ৫৫ বছর বয়সী চন্দ্র দাস ওই গ্রামের বাসিন্দা। তিনি পান চাষি। পারিবারিক সূত্রে জানা গেছে, অনিল বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে পানের বরজে লগ্নি করেছিলেন। বৈরি আবহাওয়ায় পানের বরজে পানি ওঠায় কয়েক লাখ টাকা লোকসানে পড়েন তিনি। সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাবুল সিকদার জানান, সুদের টাকার জন্য মহাজনরা চাপ দিতে থাকায় অনিল আত্মহত্যা করে থাকতে পারে। অনিলের স্ত্রী শিল্পী রানী দাস বলেন, ‘দুপুরে বাড়ির পাশের বাগানে ছাগল চরাতে যাই। সেখানেই একটি রেইনট্রিতে অনিলের ঝুলন্ত নিথর দেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন।’ উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে।