ঢাকা-রাঙ্গাবালী-পায়রা বন্দর নৌরুটে লঞ্চ চলাচল শুরু

দেশ জনপদ ডেস্ক | ২০:০২, নভেম্বর ২৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে ও বুধবার রাঙ্গাবালী থেকে আবারও লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ায় স্বস্তি ফিরেছে নৌপথ নির্ভর রাঙ্গাবালী উপজেলাসহ দক্ষিণের হাজারও মানুষের। গত শনিবার থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। তৃতীয় দিনের মতো সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তাই মঙ্গলবার রাঙ্গাবালী থেকেও কোনো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়েনি। ফলে রাঙ্গাবালী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাঙ্গাবালীগামী যাত্রীরা বিপাকে পড়েছিল। অবশেষে চারদিনের মাথায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সাড়ে ৫টায় ঢাকা-রাঙ্গাবালী রুটের এমভি প্রিন্স রাসেল-৩-এবং ঢাকা-রাঙ্গাবালী-পায়রা বন্দর রুটের চাঁদনি-১-নামক লঞ্চ ছাড়বে সদরঘাট থেকে। আর আগামীকাল বুধবার পায়রা বন্দর (খেপুপাড়া) ও রাঙ্গাবালী থেকেও ঢাকার উদ্দেশ্যে লঞ্চ চলাচল শুরু হবে। এমন খবরে খুশি দক্ষিণের নৌপথের যাত্রীরা। ঢাকা-রাঙ্গাবালী-পায়রা বন্দর লঞ্চ কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার বিকেলে রাঙ্গাবালীর কোড়ালিয়া ঘাটের লঞ্চ সুপারভাইজারের দায়িত্বে থাকা বাবুল হাওলাদার ও কবির হোসেন বলেন, ‘যারা লঞ্চ স্টাফদের মারধর করেছে, তারা ক্ষমা চেয়েছে। জরিমানাও দিয়েছে। তাই আজ (মঙ্গলবার) ঢাকা থেকে লঞ্চ ছাড়বে। কাল ছাড়বে রাঙ্গাবালী থেকে।’ উল্লেখ্য, গত শুক্রবার রাঙ্গাবালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহিদ-৩ নামক যাত্রীবাহী লঞ্চ দশমিনা উপজেলার আউলিয়াপুর ঘাট দিলে লঞ্চ আটকে স্টাফদের মারধর করার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রাঙ্গাবালী ও পায়রা বন্দর (খেপুপাড়া) রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল লঞ্চ কর্তৃপক্ষ।