নিজস্ব প্রতিনিধি ॥ মঠবাড়িয়া থানা পুলিশ অর্ধগলিত অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার তুষখালী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের জনৈক আকরাম হোসেনের ইটভাটা সংলগ্ন বলেশ্বর নদীর তীর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করি। শাড়ি, গলায় মালা ও চুড়ি দেখে মনে হচ্ছে লাশটি কোন মধ্য বয়সী নারীর হবে।
তদন্ত করে দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে ওই নারী ২৫/৩০ দিন পূর্বে হত্যা কিংবা অন্য কোন দুর্ঘটনার শিকার হয়েছেন। নিহতের নাম ঠিকানা জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।