জনসমাগম রোধে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কামরুন নাহার | ২৩:১৮, মার্চ ১৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জনসমাগম রোধে বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতেই ভ্রাম্যমাণ আদালত নগরীর বাজার রোডের খাজা মঈনউদ্দিন কওমি মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় ওই মাদ্রাসায় কোনো শিক্ষা কার্যক্রম না চলেও মাদ্রাসার মধ্যে ২ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি পান ভ্রাম্যমাণ আদালত। ওই মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল হালিম ভ্রাম্যমাণ আদালতকে জানান, সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দেওয়ার পর থেকে ওই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ। মাদ্রাসার সাড়ে ৮শ শিক্ষার্থীর মধ্যে ইতিমধ্যে সাড়ে ৫শর মতো শিক্ষার্থী তাদের নিজ নিজ বাড়িতে চলে গেছে। এখনও আড়াই শতাধিক শিক্ষার্থী মাদ্রাসায় অবস্থান করছে। তারা এতিম। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। এ কারণে তারা মাদ্রাসায় অবস্থান করছে। তবে ওই শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসের বাইরে যেতে না পারে কিংবা বাইরে থেকে কেউ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের সাথে মিশতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি করার কথা জানান তিনি। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি জোর অনুরোধ জানান। পরে ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোডের অভিরুটি সিনেমা হলে গিয়ে হলের কার্যক্রম বন্ধ দেখতে পান এবং অশ্বিনী কুমার হলে আসন্ন কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতার রেজিস্ট্রেশন বন্ধ করে দেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।