বরিশালে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরিশাল র্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের বটতলা নামক স্থান থেকে গৈলা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মাসুম সরদার(৩৩)কে ৩৯পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৭৯২০ টাকাসহ গ্রেফতার করে।
র্যাবের ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, নং-০৭ (১৬.১১.২১)। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মাসুম সরদারকে বুধবার সকাল বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।