ভোলায় শিক্ষার্থীদের করোনার টিকাদান স্থগিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৪, নভেম্বর ১৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ ভোলায় বিশৃঙ্খলা, হামলা ও ভাঙচুরের পরিপ্রেক্ষিতে ১২-ঊর্ধ্ব শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান রোববার স্থগিত করা হয়েছে। সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আপাতত টিকাদান স্থগিত থাকছে। চিন্তাভাবনা করা হচ্ছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে একদিন ডাকা হবে। সিভিল সার্জন বলেন, শনিবার টিকাদানকালেও ছিল বিশৃঙ্খলা। রাতে জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয় গুরুত্ব অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থীদের প্রথমে টিকা দেওয়া হবে। ওই সিদ্ধান্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরও রোববার জেলা পরিষদ চত্বরে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ও শিক্ষা প্রকৌশল বিভাগের নতুন ভবনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ভোলা সরকারি কলেজ, ওবাদুল হক কলেজ বাংলাবাজার ফাতেমা খানম কলেজ, হালিমা খাতুন স্কুল অ্যান্ড কলেজের কয়েক হাজার শিক্ষার্থী টিকার জন্য ভিড় জমায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার অজুহাত তুলে দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা টিকা কেন্দ্রে ঢুকে টেবিল-চেয়ার ভাঙচুর করে। এরপর টিকা দেওয়া বন্ধ করা হয়। কলেজশিক্ষক খালেদ মোশারফ জানান, টিকা গ্রহণকালে টিকার নিবন্ধন ফরম পাওয়া যায়নি। ফলে টিকা নিতে অনেকের দেরি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে আগের রাতে মেইলে ফরম পাঠানো হয়। শিক্ষার্থীরা ওই ফরম পায়নি। পরে অবশ্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে একটি ফরম পেলে তা ফটোকপি করে নেয় শিক্ষার্থীরা। অপরদিকে শিক্ষার্থীর উপস্থিতির তুলনায় মাত্র ২০ শতাংশ টিকা কেন্দ্রে আনা হয়। দুপুরে কেন্দ্রের টিকা শেষ হয়ে গেছে এমন খবরে উত্তেজিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। জেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা জানান, স্কুলের নোটিশ পেয়ে তারা মেয়েদের নিয়ে দুই দিন টিকা কেন্দ্রে আসেন। কেন্দ্রে এলে জানানো হয় স্কুল নয়, আগে কলেজের পরীক্ষার্থীদের দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের সমন্বয়হীনতার জন্য শিক্ষার্থীদের এমন ভোগান্তি হচ্ছে বলেও জানান অভিভাবকরা।