বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৮, নভেম্বর ১৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ আজ ১৫ নভেম্বর সোমবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মো শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, এসি কোতোয়ালি মডেল থানা রাখি, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডঃ নাসির উদ্দীন আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ মোঃ শোয়েব মিয়া, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের সহসভাপতি এডভোকেট হিরণ কুমার দাস মিঠু, ক্যাবের জেলা সম্পাদক রনজিৎ দত্তসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক, সাংবাদিক ও এনজিও,হোটেল ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে। অতিথিরা মুক্ত আলোচনায় বলেন, ফ্যাট যুক্ত খাবার পরিহার করতে হোটেল-রেস্তোরাঁ, চাইনিজ রেস্টুরেন্ট ব্যবসায়ীর পাশাপাশি বাসা-বাড়ির খাবার তৈরিতে পরিবার কে আরো সচেতন হতে হবে। আরো কঠোর জরিমানার বিধান রেখে ভেজাল খাবার প্রস্তুতকারী ও খাবারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে কার্যকর আইন বাস্তবায়ন করে প্রয়োগের দাবী জানান বক্তরা।