নিজস্ব প্রতিনিধি ॥ নবগঠিত গণ অধিকার পরিষদকে স্বাগত জানিয়ে বরিশাল নগরীতে আনন্দ মিছিল করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ।
সোমবার বেলা ১১টায় জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নগরীর ‘ল’ কলেজ এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শদ্ধা নিবেদন করেন তারা।
বরিশাল মহানগর যুব অধিকার পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে মিছিলে কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।