এন.আই.ডি মহাপরিচালকের উপস্থিতিতে বামনায় স্মার্টকার্ড বিতরণের শুভ উদ্বোধন

দেশ জনপদ ডেস্ক | ০১:১৯, নভেম্বর ১৫ ২০২১ মিনিট

মো. ওমর ফারুক সাবু, নিজস্ব প্রতিনিধি।। বরগুনার বামনা উপজেলায় স্মার্ট জতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কর্মসূচী আজ বুধবার (১৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, ঢাকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অতিরিক্ত সচিব জনাব এ. কে. এম. হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। ইতোপূর্বে সারাদেশে ৬৪ জেলায় ইতোপূর্বে স্মার্ট জতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কার্যক্রম শুরু করেছে। বামনা উপজেলায় স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠাণে প্রধান অতিথির বক্তব্যে এন.আই.ডি. মহাপরিচালক এ. কে. এম. হুমায়ূন কবীর বলেন- এতদিন দেশের ভাট প্রদাণের ক্ষমতাসম্পন্ন নাগরীকদের জাতীয় পরিচয় পত্র হিসেবে কাগজে লেমিনেটিং করা যে জাতীয় পরিচয়পত্র ব্যবহার হয়ে আসছে তার প্রতিস্থাপন হিসেবে দেয়া হবে বিশ্বমানের ইলেকট্রনিক চিপ সমৃদ্ধ নতুন প্রযুক্তির জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড)। মেশির রিডাবল এ স্মার্টকার্ডে ডিজিটাল পদ্ধতিতে নাগরীকের বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকবে যা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার বিষয়টিকে নিশ্চিত ও সহজতর করে তুলবে। তিনি সরকারের ডিজিটালাইজেসন ও এর নাগরিক সুফল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা, বরিশাল- মো. আলাউদ্দিন, পুলিশ সুপার বরগুনা, উপজেলা চেয়ারম্যান-সাইতুল ইসলাম লিটু মৃধা, জেলা নির্বাচন অফিসার-দিলীপ কুমার হালদার, উপজেলা নির্বাচন অফিসার, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগের, ছাত্রলীগের নেত্রীবৃন্দসহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, নারী নেত্রীবৃন্দ, সাধারণ জনগন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার বলেন- উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এন.আই.ডি মহাপরিচালকের উপস্থিতিতে প্রায় শতাধিক স্মার্টকার্ড বিতরণ করেছি। এর মধ্যে মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নারী জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ইমাম ও কিছু সাধারণ ভোটার রয়েছে। ১লা ডিসেম্বর ২০২১ থেকে উপজেলার সকল গ্রাম পর্যায়ে ৫০৪৯২ জন নাগরীককে স্মার্টকার্ড প্রদান করা হবে।