নিজস্ব প্রতিনিধি ॥ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই প্রার্থী সমান পাঁচ হাজার ৭০০ ভোট করে পেয়েছেন। ফলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। তবে উভয় প্রার্থী ব্যালট পেপার আবার গণনার আবেদন জানিয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন আইনের ৬ ধারায় নির্বাচনের ফলাফল সমতা হলে পুনর্নির্বাচনের বিধান রয়েছে।
সমান ভোট পাওয়া দুজন হলেন- আওয়ামী মনোনীত প্রার্থী নৌকার প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল। এ ছাড়া ইউনিয়নটিতে অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহীন পেয়েছেন পাঁচ হাজার ১০০ ভোট। দুই প্রার্থীর ভোট সমান হওয়ার ফলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল অমীমাংসিত রয়েছে। এ ইউনিয়ন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও এম এ বারী বাদল বলেন, ‘আমরা ভোট পুনরায় গণনার জন্য আবেদন জানিয়েছি। এরপরও বিষয়টির সমাধান না হলে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সেটা মেনে নেবো।’
এম বালিয়াতলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৭১। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৫১২ ও ১১ হাজার ৩৫৯ জন। ৯ কেন্দ্রে মোট ১৬ হাজার ৬৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৬২টি ভোট বাতিল হয়। ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে মোট ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোটগ্রহণ চলে। কোথাও কোনও সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এম বালিয়াতলী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ‘দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনে জানানো হবে। সেখান থেকে এ বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। তবে ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, ‘দুই চেয়ারম্যান প্রার্থীর ফলাফল সমান হওয়ায় নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’