বাউফলে ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ!

দেশ জনপদ ডেস্ক | ১৭:০১, নভেম্বর ১৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ বাউফলের মদনপুরা ও নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার সংলগ্ন আলকী খালের উপর নির্মিত আরসিসি ব্রিজটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির মাঝ অংশে ভেঙ্গে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় যান চলচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ পথচারীর। ব্রিজটির কাছেই রয়েছে মদনপুরা মাধ্যমিক বিদ্যালয় ও মদনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ঝুঁকিপূর্ণ এই ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়ত করছেন ওই দুই বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী । এ ছাড়াও এই ব্রিজ দিয়ে সুলতানাবাদ দাখিল মাদ্রাসা, সহিস্যা বালিকা দাখির মাদ্রাসা, রায় তাঁতেরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়ত করছেন। ছোট বড় দুর্ঘটনাও ঘটেছে । বিশেষ করে রাতের অন্ধকারে দুর্ঘটনার স্বীকার হচ্ছে অচেনা মানুষ ও অজানা মটর সাইকেল আরোহীরা। মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মস্তফা বলেন, ‘আলকী খালের উপর নির্মিত ব্রিজটি বেহাল দশার কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ব্রিজটি পুন:নির্মান অথবা সংস্কারের দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে ।