বাবুগঞ্জে ইমামের হাত কেটে নিলো সন্ত্রাসীরা


ইয়াকুব আলী ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।বাবুগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে ইমাম মোঃ ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। আশংকা জনক অবস্থায় ইমাম মাওলানা ইয়াকুব আলীকে প্রথমে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। ইমাম মাওলানা ইয়াকুব আলী ও হামলাকারী বাবলু মাঝি পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারনা।