বরিশালে নির্বাচনী অফিসে আগুন !
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় রত্নপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থীর একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে আগুনে নির্বাচনী অফিস পুড়ে যাওয়ার ঘটনায় পুলিশ, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার, বারহাজার, বরিয়ালি গ্রাম নিয়ে ৬নং ওয়ার্ড গঠিত। ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ভ্যান গাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সৈয়দ আরিফুল ইসলাম রিপন।
ওই ওয়ার্ডে রিপনসহ সাধারণ সদস্য পদে ৭জন ও সংরক্ষিত সদস্য পদে ৩জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিপন ধরাধর দিঘীর পারে অস্থায়ী অফিস করে তার নির্বাচনী প্রচারনা চালাচ্ছিল।
প্রার্থী সৈয়দ আরিফুল ইসলাম রিপন জানান, রত্নপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলুহার গ্রামে অবস্থিত আমার নির্বাচনী অফিসটি শনিবার রাত ২টার পর কোন এক সময় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
শনিবার গভীর রাতে হঠাৎ তার নির্বাচনী অফিসে আগুন দেখে পার্শ্ববর্তী ব্যবসায়ি ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও অফিসের প্লাষ্টিক চেয়ার, টেবিল পুড়ে গেছে।
রোববার সকালে রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, সৈয়দ আশ্রাফ আলী, কাজী আওলাদ হোসেন, নান্না শরীফ, সোহরাব হোসেনসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ওই রাতেই একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান তিনি। তবে কে বা কারা বা কিভাবে নির্বাচনী অফিসে আগুন ধরেছে সে বিষয়ে প্রাথমিকভাবে প্রার্থী রিপন পুলিশকে কিছুই জানাতে পারেনি। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নেয়া হবে।
ওই এলাকাসহ সকল এলাকায় পুলিশ নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে। কোনো অবস্থায় কেউ নাশকতা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।